ট্রাম্প প্রশাসনের ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার, বরখাস্ত কর্মীরা ফিরে যাচ্ছেন কর্মস্থলে
সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের নেয়া বৃহৎ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল করে বরখাস্তকৃত কর্মীদের পুনরায় কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার এই রায় প্রদান করেছেন। রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি সংস্থায় ছাঁটাই হওয়া হাজার হাজার প্রবেশনারি কর্মীকে পুনরায় কাজে ফিরিয়ে আনতে হবে।
ট্রাম্প প্রশাসন সরকারি সংস্থাগুলোকে জানায় যে, চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই কার্যকর করে বাজেট কমানোর পদক্ষেপ নিতে হবে। তবে আদালতের রায়ে এই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদা আলাদা রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের ছাঁটাই সিদ্ধান্ত আইনি জটিলতায় পড়েছে।
মেরিল্যান্ডের জেলা বিচারক তার রায়ে উল্লেখ করেন, ১৮টি সরকারি সংস্থা কর্মীদের ছাঁটাই করতে গিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাকরি ছাড়ানোর নিয়ম লঙ্ঘন করেছে। বিচারকের নির্দেশে ইউএসএআইডি, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্যান্য সংস্থার বরখাস্ত কর্মীদের পুনরায় কাজে ফিরিয়ে আনতে বলা হয়েছে।
বিচারকদের মতে, ইলন মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ এই তিনটি সংস্থার কর্মী ছাঁটাইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিল। প্রশাসন দাবি করে, প্রতিটি কর্মীর কাজের মূল্যায়ন করে ছাঁটাই করা হয়েছে। তবে বিচারকরা এই যুক্তি গ্রহণ করেননি।
প্রবেশনারি কর্মীদের নিয়োগ সম্প্রতি দেয়া হয়েছিল এবং তাদের আরও এক বছর কাজের মেয়াদ ছিল। পরবর্তীতে তারা স্থায়ী নিয়োগের সুযোগ পেতেন। মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার বলেন, "যেভাবে এই ছাঁটাই করা হয়েছে, তাতে মনে হচ্ছে না যে প্রতিটি কর্মীর কাজ যাচাই করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
সোর্স: ডয়চে ভেলে
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta