শনিবার, ১৫রা মার্চ ২০২৫

পাকিস্তানের উত্থাপন

আফগানিস্তান থেকেই নিয়ন্ত্রিত হয়েছিল পাকিস্তানের ট্রেন ছিনতাই
পাকিস্তানের উত্থাপন

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ হামলার পরিকল্পনা আফগানিস্তানে অবস্থানরত জঙ্গিরা করেছিল। ৩৬ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে বুধবার রাতে এই তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টায় বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে। ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিল এবং এটি বেলুচিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চলে চলছিল।

বুধবার মধ্যরাতে অভিযান শেষ করার পর পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, নিরাপত্তা বাহিনী ৩৩ জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করেছে। তবে হামলায় অন্তত ২৫ যাত্রী নিহত হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলার সময় আফগানিস্তানে অবস্থানরত জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল।

বিবৃতিতে বলা হয়, "গোয়েন্দা প্রতিবেদনগুলো নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে, এই হামলা আফগানিস্তানে বসবাসরত সন্ত্রাসী নেতাদের পরিকল্পনা এবং তারা পুরো ঘটনাটি পরিচালনা করতে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল।"

এছাড়া, পাকিস্তান আশা প্রকাশ করেছে যে, আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সফল হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ট্রেন ছিনতাইয়ের পর পাকিস্তানের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আসবে। পাকিস্তানের টিভি চ্যানেল দুনিয়া নিউজে তিনি বলেন, "যে-ই এমন কাজ করবে, তাকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। জাফর এক্সপ্রেস হামলা ঘটনা নতুন নিয়ম সৃষ্টি করেছে।"

তিনি আরও বলেন, "আমরা কোনোভাবেই পাকিস্তানের নাগরিকদের ওপর বিদেশি শক্তির হামলা হতে দেব না।"

অভিযানের সময়কার পরিস্থিতি বর্ণনা করে পাকিস্তান রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক গুলাম সারওয়ার আল-জাজিরাকে জানিয়েছেন, "এটি ছিল রকেট ও বুলেটের বৃষ্টি। তবে আমরা পাল্টা গুলি চালিয়েছিলাম।"

তিনি আরও জানান, "গোলাবারুদ শেষ হলে হামলাকারীরা ট্রেনে উঠে যাত্রীদের টেনে-হিঁচড়ে নামিয়ে দেয়। তারা যাত্রীদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে আলাদা করে পাঞ্জাবি জাতিগোষ্ঠীর যাত্রীদের এবং সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে হত্যা করে। এই হত্যাযজ্ঞ প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে চলেছিল।"

এর আগে, ট্রেন ছিনতাইয়ের পর বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছিল। তারা যাত্রীদের জিম্মি করে বেলুচ রাজনৈতিক বন্দী, গুম হওয়া অসংখ্য ব্যক্তি এবং জাতীয় প্রতিরোধ আন্দোলনের কর্মীদের মুক্তি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।

সূত্র: আমু টিভি

2025-03-03 15:45:05
পাকিস্তানের উত্থাপন

বিডি প্রতিদিন/আশিক

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 তারেক রহমান image

তারেক রহমান

 লামার সরই বিটে প্রকাশ্যে গাছ-বাঁশ image

লামার সরই বিটে প্রকাশ্যে গাছ-বাঁশ পাচার, কেউ নেই দেখার

 চাকা ছাড়া বিমান অবতরণ, আতঙ্কিত image

চাকা ছাড়া বিমান অবতরণ, আতঙ্কিত যাত্রীরা

 পাকিস্তানে স্বর্ণের দাম ইতিহাসে image

পাকিস্তানে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ

 পুতিনের রাশিয়া অঞ্চলে ইউক্রেন image

পুতিনের রাশিয়া অঞ্চলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান

 দেশে অস্থিরতা সৃষ্টির বড় ষড়যন্ত্র image

দেশে অস্থিরতা সৃষ্টির বড় ষড়যন্ত্র, ভাইরাল তে।

 ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় ৪১ image

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় ৪১ দেশের নাগরিকরা আক্রান্ত!

 আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য image

আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র চলছে: হাসনাত আব্দুল্লাহ

 দুই বিভাগে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা image

দুই বিভাগে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

 এক কাগজে হাজার টাকার চারটি জাল নোট image

এক কাগজে হাজার টাকার চারটি জাল নোট তৈরি, সরবরাহ করছিলেন তারা নিজেই।

 সমষ্টিগত মানুষের স্বাধীনতা ও image

সমষ্টিগত মানুষের স্বাধীনতা ও মুক্তির প্রত্যাশা

 উইঘুরদের ফেরত পাঠানোর ঘটনায় থাই image

উইঘুরদের ফেরত পাঠানোর ঘটনায় থাই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ