ইরানের পরমাণু বিষয়ে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ চালিয়ে যাওয়ার আহ্বান রাশিয়ার
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া।
পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে রাশিয়া, ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে বৈঠক চলমান। এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এই আহ্বান জানায়।
ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানে আরও কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।’
এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনার আহ্বানকে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার একটি কৌশল হিসেবে উল্লেখ করেন।
খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে এমনভাবে উপস্থাপন করতে চায় যেন দেশটি আলোচনায় আগ্রহী নয়।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ সময় ধরে আলোচনায় অংশ নিয়েছি, অথচ এই একই ব্যক্তি (ডোনাল্ড ট্রাম্প) সবকিছু বাতিল করে দিয়েছেন এবং স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখ্যান করেছেন।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta