জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা তৈরির নামে আমাজনের গাছ কেটে ফেলছে ব্রাজিল
নতুন সড়ক নির্মাণের উদ্দেশ্যে আমাজন বনভূমির একটি বড় অংশ কেটে ফেলা হয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর প্রস্তুতির অংশ হিসেবে এই গাছ কাটা হয়েছে। ব্রাজিলের এই পদক্ষেপটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে।
উত্তর ব্রাজিলের বেলেম শহরে কপ৩০ সম্মেলনের জন্য আট মাইল দীর্ঘ এবং চার লেনবিশিষ্ট মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ৫০ হাজার প্রতিনিধির আগমনের আশা করা হচ্ছে।
এই সড়ক নির্মাণের উদ্দেশ্য শহরের যানজট কমানো হলেও, এর জন্য ব্যাপক পরিমাণ বন উজাড় করা হয়েছে। রাজ্য সরকার মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করলেও, এই কাজ পরিবেশ রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
আমাজন বনে বিশ্বের কার্বন শোষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনেকে বলছেন, এই বন উজাড় জলবায়ু সম্মেলনের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। রেইনফরেস্টের মধ্য দিয়ে বেলেম পর্যন্ত ১৩ কিলোমিটার (৮ মাইল) এলাকার বিস্তৃত পরিষ্কার জমিতে কাঠের স্তূপ করা হয়েছে। মেশিনগুলো বন উজাড় করে জলাভূমির ওপর দিয়ে সড়ক তৈরি করছে, এবং সড়কটির একটি অংশ সংরক্ষিত বনভূমির মধ্য দিয়ে যাবে, যেখানে প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদ এবং ছত্রাক রয়েছে। সংরক্ষণবাদীরা বলছেন, এটি বন্যপ্রাণীর জন্য বিপদজনক হতে পারে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta