মুসলিম বিধায়কদের হুমকির কড়া জবাব দিলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলে দেয়ার হুমকি দিয়েছেন। তার এই মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।
শুভেন্দু অধিকারীর এই বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের রাজনীতির মাঠে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, যেখানে সব ধর্মের সমান অধিকার রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র স্থায়ী, কিন্তু চেয়ার স্থায়ী নয়। চেয়ারকে সম্মান করুন। মুসলিম বিধায়কদের অপসারণের কথা আপনি (শুভেন্দু) কীভাবে ভাবতে পারেন? রোজার মাসে বিজেপি মুসলিমদের টার্গেট করছে, যা মুসলিমরা মোটেও মেনে নেবে না। আসলে তারা (বিজেপি) দেশের অর্থনৈতিক দুরবস্থার দিকে মনোযোগ না দিয়ে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।’
মমতা আরও বলেন, ‘বিধানসভায় এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করা উচিত, যাতে ধর্মীয় অবমাননার মন্তব্যের নিন্দা জানানো হয়।’
মমতার মতে, বিজেপি ‘ভুয়া হিন্দুত্ব’ প্রচার করছে যা বেদের (হিন্দু ধর্মগ্রন্থ) মূল ধারণার সঙ্গে মিলিত নয়।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta