এক বন্দির মুক্তি ও চারজনের মরদেহ ফেরত দিতে সম্মত হামাস
ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা একজন ইসরায়েলি-আমেরিকান বন্দিকে মুক্তি দিতে এবং আরও চারজন দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দিতে রাজি হয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এরই মধ্যে শুক্রবার এই প্রস্তাব এসেছে।
গত ১ মার্চ গাজা উপত্যকায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। তবে পরবর্তী ধাপে কী হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার হামাসের এক শীর্ষ নেতা জানান, দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে ইসরায়েলও তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, তাদের প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছ থেকে নতুন আলোচনা প্রস্তাব পেয়েছে। তারা ইসরায়েলি সেনা ইদান আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যিনি আমেরিকার নাগরিকও। পাশাপাশি চারজন দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেবে বলে জানিয়েছে।
এর আগে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সময় হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দিয়েছিল, যাদের মধ্যে আটজন নিহত ছিলেন। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়।
হামাসের এই নতুন প্রস্তাবে ইসরায়েল কী প্রতিক্রিয়া দেখাবে, তা নিয়ে সবার দৃষ্টি এখন আলোচনার দিকে।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta