বাজেট বরাদ্দে জবি আগের তুলনায় বেশি অগ্রাধিকার পাবে
বাজেট বরাদ্দের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগের তুলনায় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে সরকার নানা সংকট মোকাবিলা করছে। তবুও আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। আমরা শিক্ষার্থীদের দুর্ভোগ বুঝতে পারি। জগন্নাথের শিক্ষার্থীরা প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকে।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে ড. ফায়েজ বলেন, সে সময় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন এটি কলেজ থাকলেও গৌরবময় ইতিহাস ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারির ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, হল না থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে, আশা করি ইউজিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি সহানুভূতিশীল থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা দেবে।
জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta