শনিবার, ১৫রা মার্চ ২০২৫

জবিতে আছিয়ার অঘোষিত জানাজা অনুষ্ঠিত

জবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
জবিতে আছিয়ার অঘোষিত জানাজা অনুষ্ঠিত

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আট বছর বয়সী মেয়ে আছিয়াকে নিয়ে গায়েবানা জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শাখা ছাত্র শিবিরের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় ইমামতি করেন শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, "সমাজের অবক্ষয়ের মূল কারণ নৈতিকতার অভাব। পাশ্চাত্য মূল্যবোধহীন শিক্ষাব্যবস্থা দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। সেজন্য আমাদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তার করতে হবে। একই সঙ্গে, কুরআনের বিধান অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই ধর্ষণমুক্ত সমাজ গঠন সম্ভব।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, "দীর্ঘসূত্রিতা, বিচারহীনতা এবং সমাজের নৈতিক অবক্ষয়ের কারণে আজকের আছিয়ার মতো ঘটনা ঘটছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ধর্ষণমুক্ত সমাজ গঠনে তরুণদের দায়িত্ব নিতে হবে। ইসলামি মূল্যবোধ অনুসারে আত্মগঠনের মাধ্যমেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।"

শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, "আমরা বাংলাদেশে এমন ন্যক্কারজনক ঘটনা আর দেখতে চাই না। প্রশাসনকে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রাখার প্রবণতা বন্ধ করতে হবে। আমরা আর গায়েবানা জানাজা পড়তে চাই না। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি।"

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়।

ইএইচ

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 একটি বিশেষ সাক্ষাৎকার image

একটি বিশেষ সাক্ষাৎকার

 যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য image

যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া নিয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী

 শিল্প ও ব্যবসা অনিশ্চয়তার মধ্যে image

শিল্প ও ব্যবসা অনিশ্চয়তার মধ্যে

 জুলাই বিপ্লব ও রাষ্ট্র পুনর্গঠন image

জুলাই বিপ্লব ও রাষ্ট্র পুনর্গঠন

 জাতিসংঘ মহাসচিবের সাথে বিএনপির image

জাতিসংঘ মহাসচিবের সাথে বিএনপির আলোচনা আজ

 রাসায়নিক দ্রব্য ব্যবহার করে image

রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কলেজছাত্রীকে যৌন হেনস্তা, গ্রেপ্তার ২

 কক্সবাজারে এক ব্যক্তি গুলিবিদ্ধ image

কক্সবাজারে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত

 পদপিষ্ট হয়ে রোহিঙ্গা সদস্যের image

পদপিষ্ট হয়ে রোহিঙ্গা সদস্যের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

 মাদকদ্রব্যের 'কালসাপ' এডি দিদারের image

মাদকদ্রব্যের 'কালসাপ' এডি দিদারের কোটি টাকার অভিযান!

 ওসি প্রত্যাহারের সংবাদে থানায় image

ওসি প্রত্যাহারের সংবাদে থানায় পাওনাদারদের উপচেপড়া ভিড়

 রাষ্ট্র পূর্ণ স্বাধীনতার জন্য এখনও image

রাষ্ট্র পূর্ণ স্বাধীনতার জন্য এখনও অনেক পথ বাকি: মাহফুজ আলম

 ঝালকাঠিতে সিটি ক্লাব-পাঠাগারের image

ঝালকাঠিতে সিটি ক্লাব-পাঠাগারের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত