নোবিপ্রবিতে কোডিং পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশের প্রদর্শনী অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কোডিং পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার টার্ম ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে এই প্রদর্শনীটি আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষা শাখার কর্মকর্তাবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও হিসাব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSTE) বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে এই কোডিং পদ্ধতি প্রয়োগ করা হয়।
প্রদর্শনীতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান ফলাফল প্রকাশের এই নতুন পদ্ধতি উপস্থাপন করেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta