মাভাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার সভা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্রদল, শিবির এবং গণতান্ত্রিক ছাত্রসংসদসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রায় দেড়শো মানুষের জন্য আয়োজিত এই ইফতার মাহফিলে শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন এবং এটি একটি অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে।
এছাড়া, অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta