যবিপ্রবিতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী পাসের ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েও পাস করার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাংবাদিকদের এ তথ্য জানান।
তদন্ত কমিটিতে যবিপ্রবির প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমিনুল হককে সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম নূর আলমকে সদস্য করা হয়েছে।
এদিকে, যবিপ্রবি মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী নিজেই স্বীকার করেছেন যে, তিনি পরীক্ষায় অংশ নেননি, তবুও তাকে পাস দেখিয়ে ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া পরীক্ষার উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো পত্রে তাকে উপস্থিত হিসেবে দেখায়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta