মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ: প্রফেশনাল ভিসা ক্যাটাগরি থ্রি
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রফেশনাল ভিসা অনুমোদন অনেক সময় ধরে স্থবির ছিল। ২০১৫ সালের আগে, ক্যাটাগরি ১ এবং ২ এর প্রফেশনাল ভিসায় বহু বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতেন। তবে নানা অভিযোগের কারণে বাংলাদেশিদের জন্য এই ভিসা স্থগিত করা হয়।
এই বছর আবারও বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য ক্যাটাগরি ৩ প্রফেশনাল ভিসা চালু করা হয়েছে।
মালয়েশিয়ার প্রখ্যাত বাংলাদেশি প্রতিষ্ঠান গ্রান্ড মিজান ইন্টারট্রেডার্স প্রথম দফায় কয়েক শতাধিক ক্যাটাগরি ৩ প্রফেশনাল ভিসার অনুমোদন লাভ করেছে।
বুধবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মিজান গ্রান্ড ইন্টারট্রেডার্সের প্রতিষ্ঠাতা দাতু মিজান প্রফেশনাল ভিসার টেকনিক্যাল এক্সপার্টদের স্বাগত জানান।
দাতু মিজান বলেন, "এই প্রফেশনাল ভিসার বিশেষত্ব হলো, এখানে উচ্চ বেতনে লক্ষাধিক টাকা প্রদান করা হয়, যেকোনো সময়ে দেশে আসা-যাওয়া করা যায়, দুই বছরের ভিসা একসাথে দেওয়া হয়, স্ত্রী এবং সন্তানদের মালয়েশিয়ায় থাকার সুযোগ, এবং ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়া কলিং ভিসা বা শ্রমিক ভিসার তুলনায় আরও অনেক সুবিধা রয়েছে। তবে ভিসার খরচ কিছুটা বেশি এবং এই ক্যাটাগরিতে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়, যেমন ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, চিকিৎসক, নার্স এবং অন্যান্য বিশেষজ্ঞরা।"
২০১৬ সালের পর বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসা নবায়ন বন্ধ হয়ে গিয়েছিল। যারা ওই সময়ে ক্যাটাগরি ১ এবং ২ এর অধীনে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন, তাদের ভিসা এক বছর পর নবায়ন হয়নি, যার ফলে বহু বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন।
তবে, কিছু পরিবর্তনের পর, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) আবারও প্রফেশনাল ভিসা ক্যাটাগরি ৩ এর অনুমোদন দিয়েছে।
মালয়েশিয়ার কমিউনিটি সংশ্লিষ্টরা জানান, কলিং ভিসার মাধ্যমে নির্মাণ, কারখানা ও বাগান শ্রমিক খাতে প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছেন। তবে প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ ছিল না। মালয়েশিয়ায় সব সেক্টরে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হলে প্রফেশনাল ভিসার অনুমোদন আরও দ্রুত হতে পারে এবং মালয়েশিয়া টেকনোলজি ও প্রফেশনাল খাতে বাংলাদেশি কর্মীদের আরও সুযোগ তৈরি করতে পারবে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta