বাড়িতে বিশেষ যত্নে পিনাকী ভট্টাচার্য
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক, চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার শরীরে ইনফিউশন পাম্প লাগানো হয়েছে। গত শুক্রবার তিনি একটি সার্জারি সম্পন্ন করেছেন।
গতকাল রোববার পিনাকী ভট্টাচার্য বাসায় ফিরেছেন। তিনি ফেসবুক পেজে এক পোস্টে তার এই তথ্য জানিয়েছেন। পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
‘আমি বাসায় ফিরে এসেছি। ভালো আছি তবে কয়েকদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে। নার্স নিয়মিত দুইবেলা ড্রেসিং করে দিবেন। ব্যথা নিয়ন্ত্রণে ইনফিউশন পাম্প ব্যবহার করা হয়েছে। এতে ওষুধ শরীরে প্রবাহিত হচ্ছে। ডাক্তার বলেছেন, যদি এইভাবে ব্যথার ওষুধ না দেওয়া হতো, তবে যন্ত্রণায় আমি পাগল হয়ে যেতাম। পাশাপাশি এন্টিবায়োটিক চলছে এবং মুখে এক ধরনের অস্বস্তি অনুভূত হচ্ছে এইসব ওষুধের কারণে। এভাবেই সপ্তাহটা যাবে।
আমার বিগ প্লেটলেট সিন্ড্রোম রয়েছে, যার ফলে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম। ফলে রক্তপাত বন্ধ হতে সময় নেয়। কিছুটা ডেঙ্গির রোগীর মতো, আমার প্লেটলেট কাউন্টও কম। ছোটবেলায় অনেক রক্তপাত হয়েছিল। এখনো সার্জারি হলে রক্তপাত বন্ধ করাটা চ্যালেঞ্জ। এজন্যই নিবিড় পরিচর্যা প্রয়োজন। সার্জারির ক্ষতস্থানে ড্রেইন লাগানো হয়েছে যাতে রক্ত জমে না যায়।
এতে কিছু সুবিধাও আছে। অনেকের রক্ত পাতলা করার জন্য বিভিন্ন ওষুধ খেতে হয়, কিন্তু আমি হয়তো সে ওষুধগুলো কখনোই খাবো না, কারণ আমার প্লেটলেটই পাতলা। আমাদের অঞ্চলে সিকেল সেল এনিমিয়া বেশি দেখা যায়। এটি ম্যালেরিয়ার বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা হিসেবে কাজ করে।
আমি ২৮ মার্চ পর্যন্ত বাসায় থাকবো এবং অফিসে যাব না। হয়তো কাল থেকে ভিডিও শেয়ার করতে পারবো। ২৮ তারিখে ডাক্তার সিদ্ধান্ত নেবেন, আমি আরও কিছুদিন বাসায় থাকব কি না, যা আমার ক্ষত শুকানোর উপরে নির্ভর করবে।
সার্জারির মাধ্যমে যে যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি তা অনুভব করছি। আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে ভালো আছি। আপনিও ভালো থাকুন।’
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta