মে মাসে বাংলাদেশে আসবেন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া
আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এই তথ্য জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই খবরটি প্রকাশ করেন।
এটা ঘটার আগে, মেক্সিকো সফরের সময় বাংলাদেশ দূতাবাসে গিয়ে মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী তার পোস্টে বলেন, ‘মেক্সিকোতে আসা মিস ইউনিভার্স-২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ এবং তার দলকে আমাদের দূতাবাসে স্বাগত জানাতে পেরে আমি খুব আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবেন এবং জনহিতকর কাজের জন্য যুক্ত হবেন।’
উল্লেখ্য, ১২৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে ২০২৪ সালের মিস ইউনিভার্সের মুকুট জেতেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ারের থেইলভিগ। এই জয় ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম বিজয়। মিস ইউনিভার্সের মুকুট ছাড়াও তিনি বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় কোনো শিরোপা জেতার জন্য দ্বিতীয় ডেনিশ নারী।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta