ফ্রান্সে ভিপি নূর
আওয়ামী লীগ এখন এক মৃত শরীর, এর ওপর কোনো টানাটানি করা বৃথা। দেশের ভিতরে ও বাইরে মিথ্যাচার এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে কিছুই লাভ হবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না, এই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার উদ্যোগে একটি অভিজাত হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ভারতের আচরণ নিয়ে ভিপি নুর বলেন, ‘আমরা আধিপত্যবাদী বা দাসসুলভ আচরণ করা প্রতিবেশী চাই না, আমরা সম্মানজনক সম্পর্ক চাই।’
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশকে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ফ্রান্স শাখার সভাপতি শাহীন আহমেদ মোড়লের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নুরুল গণি জনির সঞ্চালনায় প্যারিসের একটি তারকা হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল আমিন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসেন, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সভাপতি এমডি নূর, আইসা প্রো প্রেসিডেন্ট ওবায়েদ উল্লাহ কেয়েস, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল মাহমুদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও মির্জা গ্রুপ প্রেসিডেন্ট মির্জা মাজহারুল ইসলাম, দেশ সার্ভিসের পরিচালক শাজাহান আহমেদ, বিসিএফ সহ সভাপতি ফারুক হোসেন, আব্দুর রহমান শিপন, সাধারণ সম্পাদক নজমুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ ও জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta