ট্রাম্পের গণ-বরখাস্ত আদেশ বাতিলের জন্য আদালতে ২০ রাজ্যের অ্যাটর্নি জেনারেল
সাভারের আশুলিয়ায় কোনো অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা করার কারণে অবৈধ ইটভাটা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ মার্চ) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জানান, বাশবাড়ী এলাকায় মদিনা ব্রিকস ইটভাটা অনুমোদন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালনা করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে ভাটাটিতে অভিযান চালানো হয়। যখন তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, তখন ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং তার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম বলেন, পর্যায়ক্রমে সাভারের সকল অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta