সিরিয়ায় ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে ইসরায়েল।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবনে বিমান হামলা করেছে। বৃহস্পতিবারের এই হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবর অনুযায়ী, ইসরায়েলি বাহিনী দামেস্কে একটি ভবনে হামলা চালায়, যেখানে ফিলিস্তিনি নেতারা বসবাস করছিলেন এমন সন্দেহে এই হামলা করা হয়। এতে একজন নিহত হন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের ওই ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। এতে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, দামেস্কে হামলার ঘটনা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কে আক্রমণ করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনভাবেই ক্ষমা করা হবে না, এটি দামেস্কে বা অন্য কোথাও হতে পারে। আমরা সিরিয়াকে কখনোই ইসরায়েলের জন্য হুমকি হতে দেব না।"
গত বছরের নভেম্বরে সিরিয়ায় সরকারবিরোধী ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস) ক্ষমতা দখলের অভিযান শুরু করে, যা মাত্র ১২ দিনেই সফল হয় এবং ৮ ডিসেম্বর বাশার আল আসাদ দামেস্ক ছাড়েন।
বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ইরান-সমর্থিত গোষ্ঠী ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।
সূত্র: এএফপি।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta