অযোগ্য পদ্ধতি অবলম্বন
২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় দেশের বিভিন্ন কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার কারণে তিন শতাধিক পরীক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
এ তালিকা বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে জানানো হয়, ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময় বিভিন্ন কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক এবং প্রধান পরীক্ষকের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো বিশ্লেষণ করা হয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় অভিযোগগুলো পর্যালোচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। শাস্তির মেয়াদ এবং ধারা অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন শাস্তি পেয়েছেন।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta