শিক্ষকের অপমানের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের ‘অপমান’ প্রতিবাদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিদ্রোহী হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল এবং শিক্ষার্থীকে অপমানিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত ইফতার বয়কট করে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীরা মিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকে যেমন, ‘শিক্ষকদের সম্মান দাও, নইলে পড়াশোনা ছাড়ব, সাইফুল স্যারের অপমান, মানি না-মানবো না, হুদা স্যার, সাইফুল স্যার, পরেরবার কোন স্যার, তদন্ত ছাড়া সিদ্ধান্ত, মানিনা-মানবো না’।
একপর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় এবং ভবনটি তালাবদ্ধ করে ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিসমূহ হলো-
১. বিদ্রোহী হল প্রভোস্টের অপমানের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. তদন্ত ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্যারের বিরুদ্ধে নেওয়া সব অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৩. যেসব অনলাইন পেজ এবং গ্রুপ কিছু শিক্ষার্থীকে উষ্কে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এরপর ঘটনাস্থলে পৌঁছান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, তিনি বলেন, ‘কিছু শিক্ষার্থী ইতোমধ্যে অভিযোগ জানিয়েছেন, আপনারাও অভিযোগ দিন। বিষয়টি তদন্তের মাধ্যমে ৩ কর্মদিবসের মধ্যে সমাধান করা হবে।’ উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করে।
গতকাল (বুধবার) বিদ্রোহী হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষের আগেই সিট বাতিল এবং শিক্ষার্থীকে অপমান করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত ইফতার বয়কটের পরে শিক্ষার্থীরা বিদ্রোহী হলের সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে গেস্ট হাউজের সামনে গিয়ে ৪ দফা দাবিতে আন্দোলন করে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta