ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিচারসহ ৩ দফা দাবি নিয়ে ঢাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল
সারাদেশে হত্যা, ধর্ষণ, নারী নিপীড়নসহ সুষ্ঠু বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি নীলক্ষেত হয়ে ইউ টার্ন নিয়ে, হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্য গিয়ে শেষ হয়।
গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলে তারা 'আমার বোন কেন মারা গেল, প্রশাসনকে জবাব দিতে হবে', 'খুন-ধর্ষণ-নিপীড়ন, প্রতিরোধ করো বাংলাদেশ', 'অবিলম্বে উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে' ইত্যাদি স্লোগান দেন।
তিনটি দাবি হলো: ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনসহ দেশে পুলিশের দমনমূলক হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ যিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta