মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল কার্গিল, লাদাখ-কাশ্মিরজুড়ে অনুভূত হল কম্পন
ভারত শাসিত জম্মু ও কাশ্মির এবং লাদাখ অঞ্চলে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কার্গিল। শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। খবর হিন্দুস্তান টাইমসের।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরের ব্যাপক অঞ্চলে হঠাৎ কম্পন অনুভূত হয়, যার পর অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে ভারতের জাতীয় ভূমিকম্প পরিমাপ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে।
কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানী বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখযোগ্য, লাদাখ ভূগোলিকভাবে ‘সিসমিক জোন ৪’-এর অন্তর্ভুক্ত এবং এই অঞ্চলের হিমালয় পার্বত্য এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়।
বিডি-প্রতিদিন/শফিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta