গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরো ২ শিশু
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের বয়স ২ ও ৩ বছর। এছাড়া আরও দুই নারী আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি থাকলেও ইসরায়েল নিয়মিত গাজায় আক্রমণ করছে এবং এতে প্রাণহানির ঘটনা ঘটছে।
এছাড়া, গাজা থেকে ধ্বংসস্তূপের নিচে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ৫২০ ছাড়িয়ে গেছে। এ তথ্য বৃহস্পতিবার (১৪ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু জানায়।
বার্তাসংস্থাটি জানায়, বৃহস্পতিবার পূর্ব গাজা সিটি এবং উত্তরের বেইত হানুনে ইসরায়েলি ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং দুই নারী আহত হন। বেইত হানুনে বোমা হামলায় ২ বছর বয়সী একটি শিশু নিহত এবং তার মা আহত হন, চিকিৎসা সূত্র জানায়।
গাজা শহরের শুজাইয়া পাড়ায় ড্রোন হামলায় ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়, এবং বেইত হানুনে আরও এক নারী আহত হন।
দক্ষিণ গাজার খান ইউনিসের আবাসন এলাকা ও আল-ফারাহিন পাড়ায় ইসরায়েলি ট্যাংক গোলাবর্ষণ করেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করেছেন, যার ফলে গাজার চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৫২৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি গোলাবর্ষণে ২ ফিলিস্তিনি নিহত এবং ৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া, আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে আহতের মোট সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল গাজার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta