গ্রিনল্যান্ডের দখল আমরা নেবই: ট্রাম্প
বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে আনার পরিকল্পনা আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে থাকা জরুরি।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে গ্রিনল্যান্ডের বিষয়টি উত্থাপন করেন তিনি।
ন্যাটো মহাসচিবকে ট্রাম্প বলেন, “মার্ক, আপনি জানেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়— এটা আন্তর্জাতিক নিরাপত্তা। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই দ্বীপের আশপাশে ঘুরছে।”
‘গুরুত্বপূর্ণ খেলোয়াড়’ বলতে রাশিয়া এবং চীনকে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি পূর্বেও বলেছেন, গ্রিনল্যান্ডের উপকূলে চীন ও রাশিয়ার উপস্থিতি বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবারের বৈঠকে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, গ্রিনল্যান্ডের মালিকানা আমাদের হবে। যদিও আগে এ বিষয়ে তেমন চিন্তা করিনি, কিন্তু এখন আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বসেছি যিনি এতে ভূমিকা রাখতে পারবেন। শিগগিরই আমরা আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।”
ট্রাম্পের মন্তব্যের পর ন্যাটো মহাসচিব রুট কোনো মন্তব্য করেননি। তবে গ্রিনল্যান্ডের সাম্প্রতিক নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির নেতা জেনস-ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta