মাগুরার শিশুর মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের শোক
মাগুরায় ধর্ষণের শিকার শিশু মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করে ‘নরপশুদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যুর খবর সামনে আসার পর তিনি শোকবার্তা প্রদান করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মাগুরার কয়েকজন নরপশু নির্মমভাবে শিশুটির উপর অত্যাচার করেছে। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় শিশুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করেছিল এবং সে পৃথিবী ছেড়ে আমাদের লজ্জিত ও কষ্টিত করে চিরদিনের জন্য বিদায় নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমি শিশুটির আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাছাড়া এই ‘নরপশুদের’ কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায়।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta