সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে বিএনপির মতামত জানাবেন : সালাহউদ্দিন
সংস্কার কমিশনের প্রস্তাব BNP এর হাতে পৌঁছেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তারা এই প্রস্তাবটি পর্যালোচনা করে তাদের মতামত জানাবেন।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে রাজনীতিবিদদের সম্মানে গণঅধিকার পরিষদের ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কারের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং এই প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারকে প্রদান করতে হবে।
জুলাই বিপ্লবের আদর্শে দেশের উন্নয়নে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নূর বলেন, নির্বাচন নিয়ে নানা সংকট এবং উদ্বেগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta