৪০০ কোটি টাকার দুর্নীতির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির তানভীরের মন্তব্য
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবি নিয়ে সিরাজগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এই মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, ২০০৭-০৮ সালে সশস্ত্র বাহিনীর সহায়তায় বাংলাদেশ নির্বাচন কমিশন ৮ কোটি ১০ লাখ ভোটারের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্যসহ একটি বিশাল ভোটার ডেটাবেইজ তৈরি করে, যা বিশ্বে অন্য কোথাও এমন নজির নেই। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরিসংখ্যান অনুযায়ী, এই ডেটা ৯৯.৭ শতাংশ সঠিক, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
বক্তারা আরো বলেন, দীর্ঘ সময় ধরে এই এনআইডি সেবাটি নির্বাচন কমিশন থেকে অন্য কোন সংস্থায় স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে, যা এই সেবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ডেটাবেইজে ম্যানিপুলেশন ও ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই, ডেটাবেইজের সুরক্ষার জন্য এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখা উচিত। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি রেখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার নাফিস রায়হান, সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রাম অফিসার ইমরুল হাসান এবং ডেটা এন্ট্রি অফিসার হোসেন আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও, জেলার ৯টি উপজেলায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta