‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে, হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা হবে’
স্বৈরাচারী শেখ হাসিনা ভারত থেকে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে, ইনশাল্লাহ আপনাদের (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে বিচার করা হবে।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র ও অপপ্রচার’-এর প্রতিবাদে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, ঐক্য বজায় রাখতে হবে। এমন ঐক্য যা আবু সাঈদ, মুগ্ধের রক্ত বৃথা যেতে দেবে না, যে রক্ত বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আনবে, যে ঐক্য মৃত ব্যক্তিকে আর কবর থেকে তুলে ভোট দেওয়ার সুযোগ করবে না।
হাসিনা দেশের সম্পদ লুট করেছে জানিয়ে ফারুক বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে থাকবেন। তিনি ১৮টি স্টিলের বাক্সে বাংলাদেশের ধন-দৌলত-ডলার-রুবেল সব নিয়ে গেছেন। তার চামচারা, নির্যাতনকারী মন্ত্রীরা বাংলাদেশের সম্পদ লুটে নিয়েছেন।
তিনি বলেন, বিদেশে আজ আপনাদের ফাইভ স্টারে থাকা, বিদেশে ফ্ল্যাট ভাড়া করে থাকা দেখে মনে হয় আপনি ভিক্ষা করছেন না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদের বলছি, ১৮ কোটি মানুষের মাঝে বিদায় নিয়েছেন, সেখানে (ভারত) থাকুন। যদি কোনো দিন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আপনাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta