এবার বান্ধবীর দুর্নীতির ঘটনায় জড়ালেন সালমান এফ রহমান।
শিল্পপতি সালমান এফ রহমান কথিত বান্ধবী জাকিয়া তাজিনের দুর্নীতির ঘটনায় দুদকের (দুর্নীতি দমন কমিশন) জালে আটকা পড়েছেন। অভিযোগ রয়েছে, তার বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানি ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং ১৯০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
গেল কয়েক মাস ধরে আদালতে বিচারের সম্মুখীন হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার দুর্নীতি মামলার শিকার হয়েছেন। কথিত বান্ধবী জাকিয়া তাজিনের ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেড কোম্পানির ঋণের অর্থ আত্মসাতের সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে।
দুদকের মহাপরিচালক জানান, ১৯০ কোটি টাকার মানিলন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলাদা দুটি মামলায় সালমান এফ রহমানসহ তার ছেলে ও ভাতিজাসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।
আক্তার হোসেন আরও জানান, এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
এছাড়া, দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta