আগের বিচার হলে আছিয়াকে এভাবে হারানো যেত না : সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের বোনকে যেভাবে হারালাম, এর জন্য দায়ী ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত। আর তা ৯০ দিনের মধ্যে শেষ করা হোক। যদি ৫-১০ বছর আগে বাংলাদেশের আছিয়ার মতো ধর্ষণের শিকার হওয়া নারীদের সঠিক বিচার করা হতো, তবে আমাদের বোন আছিয়াকে এভাবে হারাতে হতো না।’
বৃহস্পতিবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তার সাথে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সারজিস আলম আরও বলেন, ‘আমরা বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ও দীর্ঘসূত্রিতা দেখেছি। এমন বিচার ব্যবস্থা কখনোই দেশে থাকা উচিত নয়। এখন সময় এসেছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড নিশ্চিত করার, যাতে ভবিষ্যতে আর কোনো বোনকে হারাতে না হয়। যদি এবার আমরা সফল না হতে পারি, তবে আমরা ব্যর্থ হব। আমরা আর ব্যর্থ হতে চাই না।’
তিনি বলেন, ‘আমাদের মায়ের আহাজারি, বাবার পাগলপ্রায় অবস্থা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা শুধু একটি কিছু চাই, ওই ধর্ষকদের মৃত্যুদণ্ড এবং ধর্ষণের এই জঘন্য ঘটনা চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল হোক।’
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta