জাবি প্রাণিবিদ্যা বিভাগের ইফতার অনুষ্ঠান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে প্রাণবন্ত পরিবেশে ‘প্রাণিবিদ্যা ইফতার মাহফিল-২০২৫’ সফলভাবে আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিল বুধবার প্রাণিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানছুরুল হক।
এতে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের উদ্দীপনাময় অংশগ্রহণে প্রাণিবিদ্যা বিভাগের এই ইফতার মাহফিল একটি আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান মন্তব্য করেন, “এই আয়োজন আমাদের পবিত্র রমজান মাসের শিক্ষাকে আরও গভীরভাবে উপলব্ধি করাতে সাহায্য করবে। রমজানের মূল শিক্ষা হলো সংযম, যা আমাদের সারা বছর ধরে অনুসরণ করা উচিত। আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এমন বিশাল পরিসরে ইফতার মাহফিল আয়োজন খুব কমই হতো, তবে এখন তা হচ্ছে, যা প্রশংসনীয়। প্রাণিবিদ্যা বিভাগকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ।”
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মানছুরুল হক বলেন, “রমজান মাসের গুরুত্ব অপরিসীম, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাই কোরআনের শিক্ষাকে আমাদের জীবনের অঙ্গ বানানো উচিত এবং সংযমের চর্চা অব্যাহত রাখা উচিত। এই ইফতার মাহফিলের মাধ্যমে প্রাণিবিদ্যা বিভাগের সবাই একত্রিত হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ।”
প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহসিন বলেন, “বহুদিন পর প্রাণিবিদ্যা বিভাগে এত বড় আকারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। ৫১তম আবর্তনের ভাইয়েদের উদ্যোগে এই আয়োজন প্রাণিবিদ্যা পরিবারের মধ্যে আন্তরিকতা বাড়িয়েছে। আমরা সবাই মিলে এই অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছি, যা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন চালিয়ে যেতে চাই।”
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta