জবি ছাত্রদল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রচারণা লিফলেট বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এর আয়োজন করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ১৬ মার্চ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আগ্রহী প্রতিযোগীদের রেজিস্ট্রেশন শেষ করার সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)।
প্রতিযোগিতাকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১১ মার্চ) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পোস্টার সেঁটানো এবং লিফলেট বিতরণ করেছে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ক্যাম্পাসজুড়ে প্রচার চালিয়েছে। ছাত্রদল আশা করে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআনের শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হয়েছে। অনেকেই বলেছেন, রমজান মাসে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং এটি দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।
পোস্টার ও লিফলেট বিতরণের পর, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। রমজান মাসে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।"
অপর যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান খান বলেন, "গত বছর ছাত্রলীগ ইফতার পার্টিতে বাধা দিয়েছিল, কিন্তু এবার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের নৈতিক এবং আদর্শিক উন্নয়নে কাজ করে, আর এই আয়োজন তারই অংশ।"
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "এই প্রতিযোগিতার আয়োজন সত্যিই প্রশংসনীয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইকে ধন্যবাদ জানাই। যারা এতে অংশগ্রহণ করবেন, তাদের শুভকামনা রইল।"
সংগঠনের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, "ধর্মীয় অনুশীলন সচেতনতা বৃদ্ধি করে। কোরআনের চর্চাকে উৎসাহিত করতেই ছাত্রদল এই প্রতিযোগিতার আয়োজন করেছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সবাইকে এতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।"
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta