লাকিকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে জবিতে প্রতিবাদ সভা
শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেফতার এবং তার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চ। তারা দ্রুত সময়ের মধ্যে লাকির গ্রেফতার এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে চিরকাল অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়েছেন।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। সেখানে সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং লাকি আক্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।
জবি ইনকিলাব মঞ্চের মিডিয়া সম্পাদক মাসুদ রানা বলেন, "২০১৩ সালে তারা যেভাবে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল, এখনো সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী এই গোষ্ঠীকে প্রতিহত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই বিপ্লবের যোদ্ধারা এখনো বেঁচে আছেন। দ্বিতীয়বার শাহবাগের উত্থান আমরা কখনোই হতে দেবো না।"
সংগঠনটির সদস্য সচিব শান্তা আক্তার বলেন, "তারা দীর্ঘদিন ধরে দেশে অরাজকতা সৃষ্টি করে আসছে এবং বিভিন্ন সময়ে পুলিশের ওপর আক্রমণ করেছে। আমরা এই ষড়যন্ত্রের কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং লাকির দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, "২০১৩ সালে একদল দেশদ্রোহী দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করে ভিন্ন মতাবলম্বীদের হত্যার বৈধতা দিয়েছিল। আজ তারা আবার রাজপথে নেমে বিপ্লবের শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে। তবে তারা ভুলে যাবে—এটি ২০১৩ নয়, এটি ২০২৫, নতুন বাংলাদেশের সময়। এখানে তাদের জন্য কোনো জায়গা নেই।"
বিক্ষোভে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন এবং লাকির দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta