লাকী আক্তারের গ্রেপ্তারের দাবি তুলে জবিতে বিক্ষোভ, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা
শাহবাগ গণ জাগরণ মঞ্চের সদস্য লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ত্বরিত বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা লাকি আক্তারকে বিশ্ববিদ্যালয় থেকে চিরকাল অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা স্লোগান দিতে শুরু করেন।
পরে মিছিলটি রায় সাহেব বাজার ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা "১৩ এর খুনিরা, সাবধান", "শাজবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", "ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা", "শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক", "১, ২, ৩, ৪, শাহবাগ নো মোর", "শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না" স্লোগান দেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র নূর নবী বলেন, শাহবাগ এক ঘৃণিত নাম হয়ে থাকবে। তাদের আর নতুন কোনো পরিচয় তৈরি করার সুযোগ নেই। আজকে তারা একটি ইস্যু তৈরি করে লাকি আক্তারদের মাঠে নামিয়েছে। প্রথমে পুলিশ প্রশাসনের ওপর হামলা চালানো হয়েছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাটিতে লাকি আক্তারকে চিরকাল অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তে অর্জিত স্বাধীনতা আমরা পেয়েছি। আজকে সেই স্বাধীনতাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে ভারতীয় হায়েনারা মাঠে নেমেছে। ২০১৩ সালের শাহবাগীদের আবারো দেখা যাচ্ছে। তারা কোন সাহসে পুলিশের ওপর হামলা করতে পারে? যারা ২০১৩ সালে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? আবারো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে, জুলাই বিপ্লব আবারও হবে। ইন্টেরিম সরকারকে বলছি, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।
আপনারা যেখানে শাহবাগী নামক বিশৃঙ্খলাকারী দলের উপস্থিতি দেখতে পাবেন, সেখানে প্রতিরোধ গড়ে তুলুন।
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র তৌফিক বলেন, ২০১৩ সালে যেসব লাকি আক্তার এবং ইমরান এইচ সরকাররা দেশের জনগণকে জিম্মি করে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, তারা যদি আবারও সে ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়, আমরা তাদের প্রতিরোধ করবো, যেমনটা আবু সাঈদ এবং মুগ্ধরা করেছিলেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta