আ.লীগ সরকারের সময়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে সংঘটিত প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির প্রমাণসহ বিস্তারিত অভিযোগ জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে আহ্বান করেছে।
সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া প্রশাসনিক অনিয়মের তথ্য চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত-২ অনুযায়ী ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সকল প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণসহ তথ্য জানাতে আগামী ১৯ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের নির্ধারিত বক্সে অভিযোগ জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এছাড়া, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক এবং একাডেমিক ঘটনা তদন্তের জন্য ৩টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিভিন্ন ঘটনা এবং অনিয়ম সম্পর্কে অনুসন্ধান করার জন্য কলা অনুষদের ডিন মোহাম্মদ ইমদাদুল হুদাকে প্রধান করে গত ২৭ অক্টোবর ১১ সদস্যের একটি ‘সত্যানুসন্ধান’ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে ৬০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta