সেরা নারী গবেষকদের সম্মানিত করবে নোবিপ্রবি প্রশাসন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সেরা নারী গবেষক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইতিমধ্যে নোবিপ্রবি রিসার্চ অ্যাওয়ার্ড এবং পাবলিকেশন্স অ্যাওয়ার্ড প্রদান করার উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল কাজ শুরু করেছে। এবার নারী গবেষকদের উৎসাহিত করার লক্ষ্যে সেরা নারী গবেষক পুরস্কারের ঘোষণা দিয়েছে নোবিপ্রবি প্রশাসন।
মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, "প্রতি বছর নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড দেওয়া হবে। গবেষণায় অসাধারণ অবদানের জন্য বিভিন্ন বিভাগের নারী শিক্ষকদের এই পুরস্কার প্রদান করা হবে।"
তিনি আরও বলেন, "আমরা চাই এমন একটি পরিবেশ যেখানে নারী এবং পুরুষ সবাই সম্মানিত হয়ে কাজ করতে পারে। বর্তমানে সুন্দর পরিবেশ বিদ্যমান, তবে এর পরিধি আরও সম্প্রসারণ করা প্রয়োজন। নারী শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য ভবনগুলোতে আলাদা কক্ষ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ভবনে কমপক্ষে একটি করে ছাত্রীদের কমন রুম করার পরিকল্পনা রয়েছে।"
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং রিসার্চ সেল পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় নোবিপ্রবি বিভিন্ন বিভাগের নারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta