দুবাইতে লটারি জিতে ৬৬ কোটি টাকার মালিক হলেন বাংলাদেশি জাহাঙ্গীর।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪) আবুধাবি বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৬৬ কোটি ২৮ লাখ টাকা।
সোমবার রাতে খালিজ টাইমস সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে। খবর অনুযায়ী, সোমবারের আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জয় করেছেন দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তার টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮, যা তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি।
৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণশিল্পে কাজ করছেন। তার পরিবার বাংলাদেশে বসবাস করছে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকেট কিনে আসছিলেন, এবং আশা করছিলেন যে একদিন তিনি লটারি জিতবেন।
লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, "আমি যখন মোনাজাতে ছিলাম, তখন ফোনে কল আসে। বাইরে বের হয়ে বন্ধুদের মুখে এ অসাধারণ সংবাদটি শুনে আমি অবাক হয়ে গেছি। আমি খুব খুশি, তবে এটি আমার একার অর্জন নয়। এটি আমার ১৪ জন বন্ধুর এবং তাদের পরিবারেরও অর্জন।"
পুরস্কারের অর্থ দিয়ে তিনি দুবাইয়ে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। ভবিষ্যতেও তিনি বিগ টিকেট কেনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta