এভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় : ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের উন্নতির জন্য সংবিধানে যা লেখা আছে, তা বাস্তবায়ন করা জরুরি। দেশের চলাচল নির্ভর করে আইনগত সুশাসন ও জনগণের ইচ্ছার প্রতিফলনের উপর। ব্যক্তিগত ইচ্ছা বা মতামতের মাধ্যমে দেশ চলবে না।
সোমবার (৩ মার্চ) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ, ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এই আয়োজন করা হয়।
ডা. জাহিদ বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গণে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তবে তিনি কখনো বলেননি, ‘‘যেভাবে চাইবো, তাও হবে সরকার’’। তিনি ডিসিপ্লিন মানুষ ছিলেন এবং ব্যারাকে ফিরে গিয়েছিলেন। ৭০-এর গণপরিষদ নির্বাচিত সদস্যরা ছিল, তারাই সংসদ করেছেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর স্বৈরাচারের পতনের পরও তখনকার ছাত্রনেতারা বলেননি, ‘‘আমরা আন্দোলন করে পতন ঘটিয়েছি, তাই যা বলবো তাও হবে’’। তখনকার সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন হয়েছিল।
ডা. জাহিদ বলেন, ৫২, ৬২, ৬৯, ৭১, ৭৫ এবং ৯০-এর আন্দোলনগুলোকে অস্বীকার করা যাবে না, তেমনি ২৪ জুলাইয়ের আন্দোলনকেও অসম্মান করা যাবে না।
তিনি আরও বলেন, দেশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে ভালোর পথে চললে ভবিষ্যতেও সফলতা আসবে।
ডা. জাহিদ বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের দেশের স্বৈরাচারের দোসরদের নিষ্ঠুরতা ও খুনের বিচার করতে হবে এবং লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনতে হবে।’’
পরে গণমাধ্যমে উপস্থিত কর্মীদের দেওয়া সাক্ষাৎকারে ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া আগের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো আছেন। তাকে ডাক্তাররা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন। তিনি দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
সংগঠনের যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জোবায়ের বাবু, জিয়া পরিষদ ইউকের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওছার ও আহসান উদ্দিন মনির।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
প্রকাশিত: | By Symul Kabir Pranta