যে এতিমের অধিকার নষ্ট করে, সে যেন জাহান্নামের আগুনে পুড়ে যায়।
এতিমের অধিকার ও তাদের সম্পদ নষ্ট করে যারা খায়, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, এমন মন্তব্য করেছেন ইসলামি স্কলার শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
রোববার সন্ধ্যায় পহেলা রমজান উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ‘রমাডান এন্ড কোরআনিক রিফ্লেকশন’ ইসলামি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কুয়ালালামপুরের কোরাস হোটেলের গ্র্যান্ড বলরুমে এ ইসলামি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার প্রধান সমন্বয়কারী মো. মোরাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবায়ের রহমান।
ড. আজহারী তার বক্তৃতায় আল্লাহু আকবর ধ্বনির গুরুত্ব তুলে ধরে বলেন, “ভারতে কিছু সন্ত্রাসী জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল মুসলিম নারী মুসকানকে লক্ষ্য করে। তখন মুসকানের আল্লাহু আকবর ধ্বনিতে সারা বিশ্ব প্রকম্পিত হয়েছিল।” তিনি আরও বলেন, রাসুল (সা.) যখন গুহায় আল্লাহর ধ্যানে ছিলেন, তখন তিনি ‘ইয়া উম্মাতি ইয়া উম্মাতি’ জিকির করছিলেন। তখন জিবরাইল (আ.) আল্লাহর বাণী নিয়ে রাসূলকে (সা.) জানিয়ে দেন যে, মহান আল্লাহ আপনাকে এত পরিমাণ নিয়ামত দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। রাসুল (সা.) মায়ের পেটে ৬ মাস বয়সে পিতা আবদুল্লাহকে হারান, তারপর মাতা আমিনাও চলে যান এবং তিনি এতিম হয়ে যান।
ড. আজহারী আরও বলেন, “এতিমদের প্রতি স্নেহশীল হতে হবে। কখনো তাদের প্রতি কঠোর হবেন না। রাসূল (সা.) নিজেও এতিম ছিলেন এবং তিনি বলেন, ‘এতিমদের আদর করা মানেই আমাকে সম্মান করা’। এমনকি তিনি আরও বলেন, ‘হাতের দুই আঙুলের মধ্যে যে পার্থক্য আছে, জান্নাতে আমাদের বাড়ির দূরত্বও তেমন হবে’।” তিনি আরও বলেন, “এতিমদের প্রতি কঠোরতা গ্রহণ না করে, তাদের সহায়তা করার মাধ্যমে আল্লাহর নেয়ামত বর্ণনা করুন।”
আলোচনার শেষে প্রবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করে বুফে খাবারের আয়োজন করা হয় এবং সকল প্রবাসী সঙ্গীদের সঙ্গে ইফতার করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন সংগঠনের উল্লেখযোগ্য সামাজিক এবং মানবিক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, তাদের সংগঠন মালয়েশিয়ায় বিশেষত বন্যার সময় দুর্গতদের সহায়তা, প্রবাসী মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানো, ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা, এবং অসুস্থ ও অসহায় বাংলাদেশিদের সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta