একটি গোষ্ঠী বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করতে চেষ্টা চালাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন প্রস্তাবের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে।
আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কিছু মানুষ এবং একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তবে জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কিছু সংখ্যক মানুষই দেশের প্রকৃত জনগণ নয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির সংস্কার বিষয়ে কিছু দল কথা বলছে। তবে, বিএনপির সংস্কারের প্রতি আন্তরিকতা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রস্তাবগুলো বিএনপি কখনো সমর্থন করবে না।
তিনি আরও জানান, নতুন নতুন প্রস্তাব আসছে, যা জনগণের স্বার্থে হলে জনগণ তা গ্রহণ করবে। তবে, জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি তাদের অংশগ্রহণ ছাড়া হয়, তা গ্রহণ করা উচিত হবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, অভ্যুত্থানের পক্ষের শক্তি।
এসময়, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সকলে অবদান রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
প্রকাশিত: | By Symul Kabir Pranta