পিআর পদ্ধতিতে ভোট হলে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা গত সাড়ে ১৫ বছর ধরে স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের প্রিয় নেতাদের ফাঁসির রায় দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন যতই এগিয়ে যাচ্ছে, বাধা ততই তীব্র হচ্ছে। ইসলামী দলগুলোর ঐক্যের প্রচেষ্টায় এমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যা ইরান-ইসরায়েল সংঘাতকেও ছাড়িয়ে গেছে। আমরা আল্লাহর ওপর নির্ভর করে এই পথেই এগিয়ে যাব।
শনিবার সকালে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, পিআর ভিত্তিক নির্বাচন হলে ফ্যাসিস্টদের রাস্তায় বাধা আসবে। এতে রাজনৈতিক বাণিজ্যের অবসান হবে এবং ভবিষ্যতে ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াটা যৌক্তিক। তবে যারা এর বিরোধিতা করছে, তারা কেন করছে তা বোধগম্য নয়।
তিনি আরও বলেন, যারা দেশকে ধ্বংস করেছে, তারা যেন আর নির্বাচনে অংশ নিতে না পারে। ইসলাম আনুষ্ঠানিকতার চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেয়, জামায়াতও সেই পথে চলে। মানুষের কল্পনার বাইরে আল্লাহর পরিকল্পনাই বাস্তব হয়। দেশের যুব সমাজের ভাবনার সঙ্গে আমাদের ভাবনার মিল ঘটেছে। আমরা সততা ও ন্যায়ের পক্ষে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি।
দীর্ঘ বিরতির পর ফেনীতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সূচনা বক্তব্যের মাধ্যমে জেলা আমির মুফতি আবদুল হান্নান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম ও মুহাম্মদ শাহজাহান।
সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম। আলোচনা শুরু করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দিনব্যাপী আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, দক্ষিণ মহানগরের শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta