পিআর পদ্ধতিতে থাকা দেশগুলোতে স্থিতিশীল সরকার নেই : আলাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে কোনো স্থিতিশীল সরকার গঠন হয় না।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
আলাল বলেন, ‘এখন একটা নতুন বাক্স এসেছে, রঙিন বাক্স। আর সেই বাক্সের সিদ্ধান্ত হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন করা। যেসব দেশে পিআর পদ্ধতি আছে, সেসব দেশে স্থিতিশীল কোনো সরকার প্রতিষ্ঠিত হয়নি। তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘বেলজিয়াম এবং ইসরায়েলে পিআর পদ্ধতি রয়েছে। বেলজিয়ামে এটি রয়েছে, কারণ সেখানে অনেক আদিবাসী রয়েছে, তাদের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়। ইসরায়েলের পিআর ব্যবস্থা, সেটা মূলত তাদের ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতির প্রতীক।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রকৃতিতে যখন শূন্যতা তৈরি হয়, তখন পাশ থেকে বায়ু এসে সেই শূন্য জায়গা পূর্ণ করে নেয়, যার ফলে ঝড় সৃষ্টি হয়। তাই, যারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমাদের গভীর চিন্তা-ভাবনা করতে হবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta