জ্ঞানীরা পিআর পদ্ধতিতে ভোট চান : ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হলে তা আদর্শনির্ভর ও প্রতীকনির্ভর নির্বাচন হবে। প্রত্যেক আদর্শের অনুসারীরা তাদের প্রতিনিধি দিয়ে সংসদে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। দেশের অধিকাংশ প্রজ্ঞাবান মানুষই এই পদ্ধতির পক্ষে। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারেও আমরা এটি উল্লেখ করেছিলাম এবং সে সময় কয়েকজন নির্বাচন কমিশনারও এতে সমর্থন দিয়েছিলেন।
শনিবার বিকালে বেলকুচি উপজেলার বওড়া কওমী মাদ্রাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, বর্তমানে যে নির্বাচন পদ্ধতি চালু আছে, তাতে অবৈধ অর্থ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির লোকজন সংসদ সদস্য হয়ে যায়। কিন্তু পিআর পদ্ধতি চালু হলে এমন অনৈতিক দৌরাত্ম্য থাকবে না। এই দেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ ও কার্যকর। এ ব্যবস্থায় নির্বাচিত হবেন জ্ঞানী, নীতিবান ও চরিত্রসম্পন্ন মানুষ। এমন পরিস্থিতিতে রাজপথে কোনো অস্থিরতা বা আন্দোলন থাকবে না, সকল মতবিনিময় হবে সংসদের ভিতরেই।
মাওলানা সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন নবী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ ও জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta