পিআর নিয়ে ঐকমত্য কমিশনে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি: নজরুল ইসলাম খান
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘প্রতিটি দেশের গণতন্ত্র কার্যকর করার নিজস্ব পদ্ধতি রয়েছে। পিআর পদ্ধতি একটি ধারণা, যা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। যারা এই পদ্ধতির কথা বলছেন, তারা এর বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে কোনো আলোচনা করেননি। ফলে বিষয়টি সম্পর্কে অস্পষ্ট ধারণা রয়ে যাচ্ছে। এটি শুধুমাত্র আলোচনা আর আলোচনা হচ্ছে।’
রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘এই রাষ্ট্র জনগণের জন্য, এবং সিদ্ধান্ত নেয়ার অধিকারও তাদের। আমরা শুধু নির্বাচন পদ্ধতিকে আরও সহজ করার জন্য ইভিএম পদ্ধতি চালু করার কথা বলেছিলাম। এই পদ্ধতি সম্পর্কে জনগণকে বোঝানোর জন্য প্রচারণা চালানো হয়েছিল, এবং যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তবে, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং প্রশিক্ষিত লোকদের মাধ্যমে সারা দেশে জনগণকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবুও, আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি পুরোপুরি কার্যকর হয়নি। এটি শুধুমাত্র ভোট প্রদানের একটি পদ্ধতি, কিন্তু পিআর পদ্ধতি পুরো নির্বাচন ব্যবস্থাকেই পরিবর্তন করবে।’
বিএনপির সংস্কারের বিষয় নিয়ে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলাকে বড় অন্যায় উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘বড় পরিবর্তন করতে হলে তা গভীর চিন্তা-ভাবনার ভিত্তিতে করতে হয়। কোনো বিশেষ দলের স্বার্থে পরিবর্তন চাওয়া উচিত নয়, বরং জনগণের স্বার্থে সংস্কার করা উচিত।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta