রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে
রাজধানীর ভাটারা থানার এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এক ২২ বছর বয়সী তরুণী শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর কথিত স্বামী পালিয়ে গেছে।
গতকাল শনিবার রাত প্রায় ১০:৪৫ মিনিটে ভাটারার খিলবাড়িরটেক এলাকার ছয় তলা ভবনের চতুর্থ তলা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজিব জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই তরুণী গত ৪ জুলাই রাতে আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল। একই রাতে কথিত স্বামী বালিশ দিয়ে তার শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ওই কথিত স্বামীকে ধরার জন্য তৎপর রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta