শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন অজানা না থাকে: উপদেষ্টা শারমিন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ নারীযোদ্ধা সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। সাক্ষাৎকালে তিনি বলেন, "আমার দুটি প্রধান উদ্দেশ্য—এক, শহীদ নারীযোদ্ধাদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা; দুই, তাদের পরিবারের বর্তমান অবস্থা জানার মাধ্যমে সংকটগুলো চিহ্নিত করে সহায়তা প্রদান করা।"
রবিবার (৬ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদিন নতুন মহল্লা এলাকায় শহীদ সুমাইয়ার বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদ সুমাইয়ার মা, ভাই-বোন এবং সন্তানদের সঙ্গে আলোচনা করেন।
তিনি আরও বলেন, “শহীদ সুমাইয়ার তিনটি ছোট ভাই, তাঁর মা ও সন্তান রয়েছেন। এই পরিবারের নিরাপত্তা, শিশুটির শিক্ষাজীবন এবং ভবিষ্যতের সুষ্ঠু জীবনযাত্রা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আমার মন্ত্রণালয়ের সেসকল সুবিধা ও ক্ষমতা কিভাবে কাজে লাগানো যায়, তা যাচাই করা হচ্ছে।”
শারমিন মুরশিদ জানান, “১১ জন শহীদ নারীযোদ্ধার পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা তাদের আত্মত্যাগ ও জীবন নিয়ে গবেষণা এবং প্রকাশনা করতে চাই। মহিলাদের অনেক না শোনা গল্প এবং সংগ্রামের ইতিহাস রয়েছে, যা আমরা সংরক্ষণ করতে চাই। আমরা চাই না তারা অদৃশ্য হয়ে যাক।”
তিনি আরো বলেন, “শহীদ পরিবারের সন্তানদের যেভাবে পালন করা হবে, তাদের জন্য বিশেষ সহায়তা ও রাষ্ট্রীয় অগ্রাধিকার দেওয়া উচিত। এটি শুধু দায়িত্ব নয়, মানবিক কর্তব্যও।”
আন্তর্জাতিক সহযোগিতা এবং বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “আমরা দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল গঠন করেছি এবং কাজ শুরু করেছি, যা সাধারণত দ্রুত হয় না। তবে, বিচার প্রক্রিয়ায় অবিচার যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আশ্বস্ত করে বলেন, "রাষ্ট্র কারো প্রতি অন্যায় করবে না। এবং যদি কোনো ভুল ঘটে, তা সংশোধন করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা স্বচ্ছ সরকার পরিচালনা করি—ত্রুটি ধরিয়ে দিতে পারেন, তবে সে সাথে সমাধানমূলক পরামর্শও থাকুক, এমনটাই আমরা চাই।"
ঢালাও মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “প্রাথমিকভাবে কিছু ভুল হয়েছে। দ্রুত কাজ করতে গিয়ে কিছু ত্রুটি ছিল। তবে ডিসি সাহেবরা এখন এসব ভুল ঠিক করছেন।”
সাক্ষাতকালে উপদেষ্টা সরকার শহীদ পরিবারগুলোর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সর্বস্তরে সহানুভূতি ও সহায়তা দেওয়ার আহ্বান জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta