রক্ত দিয়ে সাংবাদিকদের ঋণ শোধ করা সম্ভব নয়: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকদের প্রতি আমার ঋণ কখনোই আমি রক্ত দিয়ে শোধ করতে পারবো না। কারণ, এই সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই আমি এক জেলা ছাত্রনেতা থেকে এমপি, মন্ত্রী এবং বিএনপির এই উচ্চ পর্যায়ের নেতা হয়েছি। তাই আমি সারাজীবন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবো।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কোন নেতাকর্মী সাংবাদিকদের কাজের ওপর হস্তক্ষেপ করবে না। সাংবাদিকরা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবেন। নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব উপলক্ষে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন দুলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বাসস প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন, এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি এবং যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার। এছাড়া বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ বিন আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মীম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির নাজমুল হাসান, ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর-উল হাসান ও রনেন রায়, স্থানীয় দৈনিক জনদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম মোস্তফা খোকন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, এটিএন বাংলার জুলফিকার হায়দার জোসেফ, এনটিভির হালিম খান প্রমুখ।
এর আগে প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অতিথিরা উৎসবের সূচনা করেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। অনুষ্ঠানের শেষ অংশে অতিথিরা ৪৮ পাউন্ড কেক কেটে ক্লাবের ৪৮ বছর পূর্তি উদযাপন করেন।
সাবেক মন্ত্রী দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাবের জন্য জায়গা ও অর্থ বরাদ্দ করেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব এখন সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। ভবিষ্যতে নাটোর প্রেসক্লাব আরও শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা সবসময় গণমাধ্যম কর্মীদের বিপদ-আপদে তাদের পাশে থাকতে চাই।
প্রকাশিত: | By Symul Kabir Pranta