ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা ভঙ্গ, যুদ্ধবিমান দিয়ে তাড়া চালানো হয়
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা একটি বেসরকারি বিমানের দ্বারা লঙ্ঘিত হয়েছে।
এই ঘটনায় সঙ্গে সঙ্গেই একটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়ে ওই বিমানকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেসরকারি একটি ছোট বিমান প্রবেশ করে। তখন সেটি বাধা দেয়ার জন্য একটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়, যা ওই বিমানকে নিরাপদে ওই এলাকা থেকে সরিয়ে নেয়। মার্কিন সামরিক বাহিনী শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩৯ মিনিটে এই ঘটনা ঘটে।
দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, এটি ছিল শনিবার পঞ্চমবারের মতো অননুমোদিত আকাশসীমা লঙ্ঘনের ঘটনা।
নোরাডের বিবৃতিতে বলা হয়েছে, ‘হেডবাট ম্যানুভার’ নামক কৌশল ব্যবহার করে এফ-১৬ যুদ্ধবিমানটি ওই বেসরকারি বিমানের পাইলটের দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে নিষিদ্ধ এলাকার বাইরে নিরাপদে নিয়ে যায়।
এই ঘটনার বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।
সাধারণত, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা বা রাষ্ট্রপতি যখন কোনো স্থানে থাকেন, তখন ওই এলাকার আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বেডমিনস্টারের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবেও এমন নিষেধাজ্ঞা ছিল।
নোরাড আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এধরনের একাধিক অননুমোদিত আকাশসীমা লঙ্ঘন ঘটেছে। তারা পাইলটদের সতর্ক করেছে, যাতে তারা যাত্রার আগে সব আকাশসীমা সংক্রান্ত নোটাম ভালোভাবে দেখে নেয়। সূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট, ফক্স নিউজ
প্রকাশিত: | By Symul Kabir Pranta