চার দশকে টেক্সাসে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা
টেক্সাসের কার কাউন্টির গুয়াডালুপ নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশু ও আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াডালুপ নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বৃদ্ধি পেয়ে বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে, যেখানে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধারকারী দল এবং প্রায় ৫০০ জন মাঠকর্মী অংশগ্রহণ করছেন। তবুও তীব্র বর্ষণ চালিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনতে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত টেক্সাস ন্যাশনাল গার্ড
প্রকাশিত: | By Symul Kabir Pranta