হিমাচলে বৃষ্টি, ধস ও বানে ৭২ জনের প্রাণহানি
ভারতের হিমাচল প্রদেশের ১০টি জেলায় আরও বেশি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে রাজ্যের আবহাওয়া বিভাগ। রবিবার কাংড়া, সিরমৌর ও মন্ডি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে।
তদুপরি, উনা, বিলাসপুর, হামিরপুর, চম্বা, সোলান, শিমলা ও কুল্লু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিকে অতিভারী বৃষ্টি বলা হয়, আর ২০৪.৪ মিলিমিটারের বেশি হলে সেটি অতি অতিভারী বৃষ্টির মধ্যে পড়ে।
হিমাচল রাজ্যের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০ জুন থেকে শুরু হওয়া মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে ৭২ জনের মৃত্যু হয়েছে, আর ৪০ জন এখনও নিখোঁজ। আহতের সংখ্যা শতাধিক।
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে ১৪টি মেঘভাঙা বৃষ্টি হয়েছে, যার ফলে হড়পা বান ও ধসের কারণে বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ৭০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৬০টি রাস্তা বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু রাস্তা হড়পা বানে ভেসে গেছে, কিছুতে ভূমিধস নেমে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে এবং কিছু রাস্তা প্লাবিত অবস্থায় রয়েছে। শুক্রবার সন্ধ্যায় যোগীন্দরনগরে সর্বোচ্চ ৫২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, এর পরে নাহান ও পালমপুরে ২৮.৮ মিমি, পাওতাঁ সাহিবে ২১ মিমি, উনা ১৮ মিমি এবং কাংড়ায় ১৫ মিমি বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ৮ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বৃষ্টি ১১ জুলাই পর্যন্ত চলবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta