চিঠিতে স্বাক্ষর ট্রাম্পের, ১২ দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা
যুক্তরাষ্ট্র ১২টি দেশের জন্য নতুন শুল্কের হার নির্ধারণ করেছে। এই সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হবে কোন দেশের কোন পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী সোমবার (৭ জুলাই) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার (৪ জুলাই) নিউ জার্সি সফরে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ট্রাম্প।
ট্রাম্প জানান, তিনি কিছু চিঠি স্বাক্ষর করেছেন যা সোমবার পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশকে। একই দিনে চিঠি পাঠানো দেশগুলোর নামও প্রকাশ করা হবে।
এপ্রিলে ট্রাম্প প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ৭০ শতাংশ শুল্ক আরোপ করেন। এরপর নির্দিষ্ট কিছু দেশের জন্য এই হার আরও বাড়ানোর পরিকল্পনা করেন। তবে বাণিজ্য আলোচনার কারণে ৯ জুলাই পর্যন্ত সেই সিদ্ধান্ত স্থগিত ছিল।
বিভিন্ন দেশ এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তারা উচ্চ শুল্ক থেকে রেহাই পায়। এখন পর্যন্ত যুক্তরাজ্য ও ভিয়েতনাম এর সঙ্গে চুক্তি করেছে এবং ওয়াশিংটন-বেইজিং সাময়িক শুল্ক কমানোর ব্যাপারে সম্মত হয়েছে।
৯ জুলাইয়ের সময়সীমা কাছে আসার পর ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, তিনি বিভিন্ন দেশকে চিঠির মাধ্যমে শুল্ক হার জানাবেন।
ট্রাম্প বলেন, ব্যক্তিগত আলোচনার চেয়ে চিঠি পাঠানো সহজ।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের চুক্তি দুই পক্ষের জন্যই সুবিধাজনক হয়েছে। চীনের সঙ্গে আলোচনাও ভালো হয়েছে বলে তিনি মনে করেন।
তবে ট্রাম্প বলেন, চিঠিতে বলা হয়-‘আমাদের বাণিজ্যে ঘাটতি বা কখনো উদ্বৃত্ত থাকে, তবে বেশি নয়। আপনি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চান, তাহলে নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিতে হবে’।
সূত্র : রয়টার্স।
প্রকাশিত: | By Symul Kabir Pranta